বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছিল। আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্য়াংশ দিয়েছিল জেমিনি। ওই বছর শেয়ারহোল্ডারদের নগদ ২০ শতাংশ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। এরপর ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে শুধুমাত্র বোনাস লভ্যাংশ দিয়েছিল জেমিনি সি ফুড।