চাঁদপুরের করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের সাথে ব্যাব ব্যাপক তৎপর রয়েছে।
বুধবার সকাল থেকেই চাঁদপুর শহরের প্রবেশমুখে চেক পোস্ট বসিয়ে ব্যাব কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অযথা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘোরাফেরা করার সময় বেশ কয়েকজন পথচারীকে আটক করে। পরে তাদেরকে ২ ঘণ্টা দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়।
এ সময় চাঁদপুর শহরে সড়ক ও মহাসড়ক এর প্রতিটি জায়গায় জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ অবস্থান করে কাজ করতে দেখা যায়।
র্যাব ১১ চাঁদপুর সদর উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানদার ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রিফিং দেন এবং ঘর থেকে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য বলেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকেই চাঁদপুরে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।