সূত্র মতে, আগের কার্যদিবস সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৯.৬৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৪৮ শতাংশ, আমান ফিডের ৮.১০ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৮৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৭৪ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৫.৫৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.২২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৬৯ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।