ঋণ থেকে প্রাপ্ত অর্থ মূলত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং সামাজিকভাবে ইতিবাচক প্রভাব ফেলে এরকম প্রকল্পে অর্থায়নে ব্যবহৃত হবে।
‘ফাইন্যান্সিং ফর হেলদিয়ার লাইভ্স’ ঋণ প্রদানের লক্ষ্যে সোশ্যাল বন্ড ইস্যুর জন্যে আয়ারল্যান্ডে প্রতিষ্ঠিত একটি স্পেশাল পারপাস ভেহিকেল (এসপিভি)। অন্যদিকে, ‘রেস্পন্সএবিলিটি ইনভেস্টমেন্ট এজি’ একটি সুইজারল্যান্ডভিত্তিক ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ম্যানেজার।
ইতোপূর্বে চলতি বছরের মে মাসে লংকাবাংলা ব্লুঅরচার্ড মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে ১৫ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা ঋণ পেয়েছে। তা ছাড়াও প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ইসলামিক করপরেশন ফর দি ডেভলপমেন্ট অফ দি প্রাইভেট সেক্টর থেকে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন গ্রহণ করে।