রোববার (২৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, রাজধানীতে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পথচারী ৬২ জন, মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন এবং অন্যান্য যানবাহনের যাত্রী ও আরোহী ২৪ জন। দুর্ঘটনায় ১৭২টি যানবাহন সম্পৃক্ত ছিল। বেশির ভাগ দুর্ঘটনা রাতে ঘটেছে।
দুর্ঘটনার জন্য ১২টি কারণকে দায়ী করা হয়েছে। এর মধ্যে অপরিকল্পিত নগরায়ন ও অপ্রতুল সড়ক, একই সড়কে অযান্ত্রিক-যান্ত্রিক, স্বল্প ও দ্রুতগতির যানবাহনের চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনা রোধে আটটি সুপারিশও করা হয়। এর মধ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকার জনসংখ্যা কমানো, ঢাকার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শাখা জেলা ও বিভাগীয় পর্যায়ে খোলা, জেলা ও বিভাগী পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কর্মজীবী মানুষের ঢাকামুখী স্রোত থামানোর কথা বলা হয়েছে।