সেনাবাহিনীর পক্ষ থেকে জনানো হয়, সেনা কর্মকর্তা ও সদস্যদের জন্য নির্ধারিত রেশনসামগ্রীর একাংশ বাঁচিয়ে খেটে খাওয়া হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও আটা।
কলেজ গেট এলাকায় খাদ্য সহায়তা নিতে আসা মো. ইসমাইল হোসেন বলেন, করোনার কারণে কোনো কাজকর্ম নেই। এলাকার কাউন্সিলর গত মাসে একবার ত্রাণ দিয়েছেন। সেগুলো তো অনেক আগে শেষ হয়েছে। অনেক কষ্টে দিন যাচ্ছে আমাদের। সেনাবাহিনীর ত্রাণ পাওয়ায় অনেক উপকার হলো। আরও কয়েকদিন চলে যাবে।
কৃষি ফার্ম এলাকার এক গৃহবধূ বলেন, আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে। কিন্তু ওই কোম্পানির বেচা-কেনা বন্ধ হয়ে যাওয়ায় বেতন পায়নি। সরকার ত্রাণ দিচ্ছে, কিন্তু লাইনে গিয়ে ত্রাণ নিতে লজ্জা লাগে। আজ সেনাবাহিনীর লোকজন বাড়িতে এসে ত্রাণ দিয়ে গেল। এতে খুশি আমরা।