ঝরে পড়া শিক্ষার্থী হার নির্ধারণে জরিপ করবে মন্ত্রণালয়

ঝরে পড়া শিক্ষার্থী হার নির্ধারণে জরিপ করবে মন্ত্রণালয়
করোনায় দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে ঝরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষ হলে জরিপ কার্যক্রম শুরু করবে মূল্যায়ন বিভাগ।

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকের বাল্যবিবাহ, বিভিন্ন কাজে যুক্ত, কেউ কেউ পড়ালেখা ছেড়ে দিয়েছে। বর্তমানে তারা স্কুল-কলেজে যাচ্ছে না। এসব শিক্ষার্থীর সংখ্যা চিহ্নিত করতে জরিপ কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আমির হোসেন গণমাধ্যমে বলেন, শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষার অংশগ্রহণের উপর ভিত্তি করে শিক্ষার্থীর হার নির্ধারণ করা হবে।

এছাড়াও তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শেষে সব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ, ক্লাসে উপস্থিতির তথ্য চাওয়া হবে। ছক আকারে সেসব তথ্য পাঠাতে বলা হবে। সেসব তথ্য আসার পর তা সমন্বয় করে একটি প্রতিবেদন তৈরি করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি