সিএসই’র সঙ্গে শান্তা সিকিউরিটিজের এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন

সিএসই’র সঙ্গে শান্তা সিকিউরিটিজের এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে শান্তা সিকিউরিটিজ লিমিটেডের এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে শান্তা সিকিউরিটিজের গ্রাহকদের সেবা প্রদান আরেক ধাপ এগিয়ে গেল। সোমবার (১৩ ডিসেম্বর) সিএসইর ঢাকা অফিসে এই চুক্তি সই হয়েছে।

অনুষ্ঠানে সিএসইর উপ-মহাব্যবস্থাপক এবং আইটি সার্ভিসেস হাসনাইন বারী এবং শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, ‘এই চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় ডুয়েল ট্রেকহোল্ডারগণ বেশ স্বপ্রণোদিত হয়ে সাড়া দিচ্ছেন এবং ক্রমান্বয়ে সবাইকে সবাই প্রক্রিয়াটিতে আসবে।

শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এই চুক্তির মাধ্যমে সিএসই এবং শান্তা সিকিউরিটিজের মধ্যকার ভবিষ্যতে সমন্বিত কাজ করার ক্ষেত্র আরও প্রসারিত হলো।’

চুক্তি সই অনুষ্ঠানে সিএসইর ডিজিএম এবং হেড অব ইনফরমেশন টেকনোলজি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ডিজিএম এবং হেড অব ক্লিয়ারিং এন্ড ডিপি সাবিসেস মোহাম্মদ মনিরুল হক, ডেপুটি ম্যানেজার রাহী ইফতেখার রেজা, শান্তা সিকিউরিটিজের চিফ অপারেটিং অফিসার এস. এম. হাবিবুর রহমান, হেড অব আইটি মো. আব্দুর রহমান, হেড অব একাউন্টস জোবায়ের আহমেদ এবং এইচ আর ম্যানেজার নওরিন নূরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানি মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) এর সঙ্গে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে। এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানি এই চুক্তি স্বাক্ষর করেছে। গত মার্চে রয়েল ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে এই চুক্তি সম্পাদিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত