সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হেদায়েতুল ইসলামকে সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তাওসিফ আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিজেএসসির সদস্যদের সম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি গাজী হিরক, সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম, সাবেক সভাপতি সনজিৎ সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।
‘একতাই বল যোগাযোগই সম্বল’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সালের ১৩ নভেম্বর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে গঠিত হয় বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ মোট দশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির শাখা রয়েছে। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির কার্যক্রম চলমান।