উত্থানের শেয়ারবাজারে হতাশা বাড়িয়েছে লেনদেন

উত্থানের শেয়ারবাজারে হতাশা বাড়িয়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। দুই দিন পতনের পর দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে উত্থানের শেয়ারবাজারেও এদিন স্বস্তি ফেরেনি। হাজার কোটি টাকার নিচের লেনদেন সাধারণ বিনিয়োগকারীদের হতাশা বাড়াচ্ছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের উত্থান হয়েছে। আর কমেছে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ।

আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে ‘ডিএসই এক্স’ ৬ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের সঙ্গে বেড়েছে অপর দুই সূচকও। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ আজ ৩ পয়েন্ট বেড়েছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ বেড়েছে ৯ পয়েন্ট।



সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকোর। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকে যোগ ৭ পয়েন্ট।

আইএফআইসি ব্যাক ও ব্র্যাক ব্যাংকের কারণে সূচক বেড়েছে আরও ৬ দশমিক ১৬ পয়েন্ট।

বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জ হোলসিম, যমুনা ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও তমিজ উদ্দিন টেক্সটাইল যৌথভাবে সূচকে যোগ করেছে আরও ৯ দশমিক ৪৭ পয়েন্ট।

এই দশ কোম্পানির কারণে মঙ্গলবার সূচক বেড়েছে ২২ দশমিক ৬২ পয়েন্ট।

আর রবি, ওয়ালটন হাই-টেক ও সোনালী পেপার আজ সূচকের আরও বড় উত্থান ঠেকিয়েছে। এই কোম্পানিগুলোর কারণে সূচক হারিয়েছে ৮ দশমিক ৫৩ পয়েন্ট।

রেকিট বেনকিজার, জেনেক্স ইনফোসিস, সিটি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ওয়েল এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কারণে সূচক কমেছে আরও ৭ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

এই দশ কোম্পানি মিলে সূচক কমিয়েছে ১৫ দশমিক ৬৬ পয়েন্ট।

সব সূচকের উত্থানের দিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। আগের দিনের তুলনায় এদিন দেশের প্রধান শেয়ারবাজারে ১৫৫ কোটি ৮৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে ৬৫১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ১৬ লাখ টাকা।

হতাশার বাজারে লেনদেনের অস্বস্তি কিছুতেই কমছে না। দৈনিক ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হওয়া ডিএসই গত আড়াই মাসেও ১ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করতে পারেনি। ৫০ কর্মদিবস আগে গত ৭ অক্টোবর দেশের প্রধান শেয়ারবাজারে ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। ৫০ দিনের মধ্যে আর ২ হাজার কোটির ঘর স্পর্শ করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কমেছে ১৪৭টির। বাকি ৫৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

[caption id="attachment_93025" align="alignnone" width="1697"] মঙ্গলবার ডিএসইর দরবৃদ্ধির শীর্ষে থাকা পাঁচ কোম্পানি[/caption]

বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে ফাইন ফুডসের শেয়ারদর একদিনে যতটুকু সম্ভব ততটুকু বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। যার ফলে মঙ্গলবার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস।

দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা সোনালী আঁশের শেয়ারদর আজ ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা হক্কানি পাল্পের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

এই তিন কোম্পানিসহ টপটেন গেইনার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- মুন্নু অ্যাগ্রো, ন্যাশনাল টি, দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ফুডস, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি, বাংলাদেশ শিপিং করপোরেশন ও ওয়াটা কেমিক্যাল।

শতাধিক কোম্পানির দরপতনের দিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে হা-ওয়েল টেক্সটাইলের। আজ কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইর দরপতনের তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের কোম্পানিগুলোর। এ খাতের ৬টি কোম্পানিই আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় অবস্থান করছে। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৫ দশমিক ৬৫ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

আজ লুজার তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, এশিয়ান ইন্স্যুরেন্স, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, সিলকো ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল এবং প্রাইম ইন্স্যুরেন্স।

প্রধান শেয়ারবাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৮৮ পয়েন্ট। মঙ্গলবার সিএসইতে ৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত