মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'রোহিঙ্গা সঙ্কট ও প্রত্যাবাসন: করণীয়' শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, মিয়ানমার সরকারের ওপর কোনো চাপই নেই। কাজেই তারা কেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে?
এটা বাংলাদেশের একার সমস্যা নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই বিশ্বনেতাদের এ সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত।’
রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই তারা তাদের দেশ মিয়ানমারে ফিরে যাক। বাংলাদেশে কখনোই তাদের ভালো ভবিষ্যৎ নেই। তাদের ভালো একটা ভবিষ্যতের জন্যই মিয়ানমারে ফিরে যেতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তাদের বলেছি তাদের বেশি বেশি বিনিয়োগ করা উচিত মিয়ানমারে। নির্দিষ্ট করে বললে রাখাইন রাজ্যে। যাতে নিরাপদে তারা তাদের দেশে ফিরতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা কোনো পণ্য নয় যে, একটা চুক্তি করলেন তারপর তাদের নিয়ে গেলেন। আপনাদের একটা বিশেষ পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা তাদের দেশ মিয়ানমারে ফিরে যেতে আত্মবিশ্বাসী হয়।’