বাংলাদেশে রোহিঙ্গাদের ভালো ভবিষ্যত নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে রোহিঙ্গাদের ভালো ভবিষ্যত নেই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে রোহিঙ্গাদের ভালো ভবিষ্যত নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'রোহিঙ্গা সঙ্কট ও প্রত্যাবাসন: করণীয়' শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, মিয়ানমার সরকারের ওপর কোনো চাপই নেই। কাজেই তারা কেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে?

এটা বাংলাদেশের একার সমস্যা নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই বিশ্বনেতাদের এ সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই তারা তাদের দেশ মিয়ানমারে ফিরে যাক। বাংলাদেশে কখনোই তাদের ভালো ভবিষ্যৎ নেই। তাদের ভালো একটা ভবিষ্যতের জন্যই মিয়ানমারে ফিরে যেতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তাদের বলেছি তাদের বেশি বেশি বিনিয়োগ করা উচিত মিয়ানমারে। নির্দিষ্ট করে বললে রাখাইন রাজ্যে। যাতে নিরাপদে তারা তাদের দেশে ফিরতে পারে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা কোনো পণ্য নয় যে, একটা চুক্তি করলেন তারপর তাদের নিয়ে গেলেন। আপনাদের একটা বিশেষ পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা তাদের দেশ মিয়ানমারে ফিরে যেতে আত্মবিশ্বাসী হয়।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু