ঢাকা স্টক এক্সচেঞ্জের দেয়া তথ্য মতে, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ সূচকও আজ ২ পয়েন্ট করে কমেছে।
সূচকের পতনে বড় ভূমিকা ছিল লাফার্জ হোলসিমের। কোম্পানিটির শেয়ারদর পতনের কারণে আজ সূচক কমেছে ১ দশমিক ৫৭ পয়েন্ট।
রবি, রেকিট বেনকিজার, ইসলামী ব্যাংক, লিন্ডে বিডির কারণে সূচক হারিয়েছে আরও ২ দশমিক ৬৩ পয়েন্ট।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব আইসিবি, ইউনাইনাইটেড পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ এর কারণে সূচক কমে আরও ১ দশমিক ৯২ পয়েন্ট।
এই দশ কোম্পানি মিলে সূচক কমিয়েছে ৬ দশমিক ১২ পয়েন্ট।
বুধবার ডিএসইর সব সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজারে ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছিল ৬৫২ কোটি ১ লাখ টাকার।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৮৬টির। বাকি ৪৯টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।