সূচকের সামান্য পতনের দিন বেড়েছে লেনদেন

সূচকের সামান্য পতনের দিন বেড়েছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ ডিসেম্বর) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের দেয়া তথ্য মতে, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।

শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ সূচকও আজ ২ পয়েন্ট করে কমেছে।

সূচকের পতনে বড় ভূমিকা ছিল লাফার্জ হোলসিমের। কোম্পানিটির শেয়ারদর পতনের কারণে আজ সূচক কমেছে ১ দশমিক ৫৭ পয়েন্ট।

রবি, রেকিট বেনকিজার, ইসলামী ব্যাংক, লিন্ডে বিডির কারণে সূচক হারিয়েছে আরও ২ দশমিক ৬৩ পয়েন্ট।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব আইসিবি, ইউনাইনাইটেড পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ এর কারণে সূচক কমে আরও ১ দশমিক ৯২ পয়েন্ট।

এই দশ কোম্পানি মিলে সূচক কমিয়েছে ৬ দশমিক ১২ পয়েন্ট।

বুধবার ডিএসইর সব সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজারে ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছিল ৬৫২ কোটি ১ লাখ টাকার।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৮৬টির। বাকি ৪৯টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত