গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৮ টাকা ৬০ পয়সা বা ৩২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। কার্যদিবস (বৃহস্পতিবার) শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১৫ টাকা ৯০ পয়সা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৮৭ টাকা ৩০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ। গেল সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৮ দশমিক ৭৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ৩৪ শতাংশ।
এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ২৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১২ দশমিক ২১ শতাংশ, স্টাইল ক্রাফটের ১২ দশমিক ২০ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ১৪ শতাংশ, সোনালী পেপারের ১০ দশমিক ৯২ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪৫ শতাংশ দাম বেড়েছে।