সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার (২৬ ডিসেম্বর) গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্র থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে এই বইমেলা হবে।
বইমেলা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হবে বলে চিঠিতে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সংস্কৃতিবিষয়ক সচিব মো. আবুল মনসুরের উপস্থিত থাকার কথা রয়েছে।