প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ২৯টি থেকে ৩০টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। আর প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ২১ থেকে ২২টি শেয়ার।
এর আগে চলতি বছরের জুনে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে আইপিও থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করার অনুমতি পায়।