শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরীয় হিমেল হাওয়ার মাত্রা বাড়তে থাকে। যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে শীতের মাত্র বেড়ে যায়। আকাশে মেঘ না থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে।’
এদিকে শীত বেড়ে যাওয়ায় উত্তরের এ অঞ্চলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন জেলার সাড়ে চার শতাধিক চর ও দ্বীপ চরের মানুষসহ শিশু ও বৃদ্ধরা। একই পরিস্থিতি নদ-নদী সংলগ্ন বাঁধে আশ্রয় নেওয়া মানুষজনেরও। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।