সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ২৭.৩৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ২৫.২৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৩.৭৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৮.৩২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১৪.৯২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৪.৭৭ শতাংশ, ন্যাশনাল টি’র ১৪.০৩ শতাংশ, বিবিএসের ১৩.৪০ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩.২০ শতাংশ বেড়েছে।