রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, দেশের মধ্যে রাজশাহীতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। দ্রুত প্রশাসনিক পর্যায়ে স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের ২৪ কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিও করোনাক্রান্ত হয়ে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানও সস্ত্রীক করোনাক্রান্ত হয়েছেন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. সাঈদ মোহাম্মদ ফারুক বলেছেন, রাজশাহীতে করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। প্রশাসনকে দ্রুত সময়ে স্বাস্থ্যবিধি কার্যকরে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে রাজশাহী মহানগরীতে বিধিনিষেধ কার্যকর হচ্ছে।