নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ

নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ
নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনায় জানানো হয়, হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি ২০২২ সালে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাদের খসড়া ভোটার তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী রিভাইজিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে।

এ কার্যক্রমের পাশাপাশি চলমান প্রক্রিয়া যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, দেশের যেকোনো নির্বাচন চলাকালে নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম বন্ধ রাখত নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিসগুলো। এ নির্দেশনার পর ইসির মাঠ পর্যায়ের অফিসগুলো এখন থেকে নতুন ভোটারসহ এনআইডির কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু