দুই দশকের বেশি সময় ধরে সানাউল্লাহ সাহিদের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স ব্যবসার আইকন হিসেবে পরিচিত। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স লিমিটেডে এবং ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক। তাছাড়া সাহিদ কাশমীর ক্যামিক্যাল কোং, সাজাওয়া ব্রাদার্স এবং ইলেকট্রা ফার্নিচারের পার্টনার।
নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান তৌহিদ রহমান সি ফুড বিজনেসের আইকন হিসেবে পরিচিত। তিনি ফ্রেশ ফুডস লিমিটেড, সি ফ্রেশ লিমিটেড, লিবাস টেক্সটাইল লিমিটেড, ফ্রেশ নিটওয়্যার লিমিটেড, ফ্রেশ প্রপার্টিজ লিমিটেড এবং হিটাচি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
আরেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের দীর্ঘ দুই দশকেরও বেশি ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউস অ্যান্ড প্যাসিফিক অটোমোবাইলস লিমিটেডের মালিক।