সূত্র মতে, চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্লান্টের অনুমতি দিয়েছে সরকার। চারটি কোম্পানি মিলে যৌথভাবে এই প্লান্ট করবে। এর মধ্যে ৬২ শতাংশের মালিক কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস। এই কোম্পানিটির ৩৬ শতাংশ মালিক পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
বাকী তিনটি কোম্পানির মধ্যে জিই ক্যাপিটাল ইউএস হোল্ডিংস ২০ শতাংশ, কনফিডেন্স পাওয়ার ৯ শতাংশ এবং ইলেক্ট্রোপ্যাক ইন্ডাস্ট্রিজের মালিকানায় রয়েছে ৯ শতাংশ শেয়ার।
বাণিজ্যিক উৎপাদন থেকে ২২ বছর পর্যন্ত কোম্পানিটি থেকে বিদ্যুৎ নিবে বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ডের (বিপিডিবি)।