বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৭ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৪ পয়েন্ট করে বেড়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৫২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৬৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।