জানা গেছে, আগের কার্যদিবস ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৯০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৯.৮৬ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৩ শতাংশ, প্রাইমটেক্সের ৮.৯০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৫৫ শতাংশ, গোল্ডেন সনের ৭.২১ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.৯১ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.০৬ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৫.৬৭ শতাংশ বেড়েছে।