আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২১ অর্থ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাস পর্যন্ত রবি আজিয়াটার আয় ৫ হাজার ৬৪৪ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬ কোটি টাকায়, যা গতবছরের থেকে ৮ শতাংশ বেশি। এক বছরে কোম্পানিটির নিট মুনাফা ৪৪ শতাংশ বেড়ে ১১৬ কোটি থেকে ১৬৭ কোটি টাকা হয়েছে।
সর্বশেষ বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২৫ পয়সা থেকে বেড়ে ৩২ পয়সা হয়েছে। বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬১ পয়সা।
এছাড়া ২০২১ অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর মাস পর্যন্ত রবির আয় ১ হাজার ৯৩৩ কোটি থেকে বেড়ে ২ হাজার ৮৫ কোটি টাকা হয়েছে । কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৩৮ কোটি থেকে বেড়ে ৮৬ কোটি টাকা হয়েছে । তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৮ পয়সা থেকে বেড়ে ১৭ পয়সা হয়েছে ।