৯২ কোটি টাকা নগদ লভ্যাংশ দিবে ব্র্যাক ব্যাংক

৯২ কোটি টাকা নগদ লভ্যাংশ দিবে ব্র্যাক ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত সমন্বিত মুনাফা থেকে ৯২ কোটি টাকা বা ১৯ শতাংশ নগদ হিসেবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংকের ২০১৯ সালের ব্যবসায় সমন্বিত শেয়ারপ্রতি ৪.০১ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১৫ শতাংশ (৭.৫০% নগদ ও ৭.৫০% বোনাস) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কিন্তু শেয়ারপ্রতি ৪.০১ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৩৭ শতাংশ। এর মধ্যে ১৯ শতাংশ নগদ।

কোম্পানিটির ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি ৪.০১ টাকা হিসেবে মোট ৪৯৪ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার ৬১ টাকার নিট মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার ১৫ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ১৮৫ কোটি ৬২ হাজার ৯৯০ টাকা বা ৩৭.৪১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এরমধ্যে থেকে ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.৭৫ টাকা করে মোট ৯২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৪৯৫ টাকা বা ১৮.৭০ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি নগদের সমপরিমাণ অর্থাৎ ৭.৭৫ শতাংশ বোনাস বা শেয়ারপ্রতি ০.৭৫ টাকা হিসেবে ৯২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৪৯৫ টাকা বা মোট মুনাফার ১৮.৭০ শতাংশ পরিশোধিত মূলধন বাড়বে। বাকি ৩০৯ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৭১ টাকা বা ৬২.৫৯ শতাংশ রিজার্ভে যোগ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন