চুয়েটে স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চুয়েটে স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আইসিটি বিভাগের সহযোগিতায় “স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন” (Skill Development for Mobile Game & Application) শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৩শে ফেব্রুয়ারি) ২০২২ খ্রি. বেলা ১২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক।

অনুষ্ঠানে ধন্যবাসূচক বক্তব্য দেন মারস সলিউশন লিমিটেড এবং শ্যাডো-হোয়াইট অ্যানিমেটরস-জেভি’র রিসোর্স পারসন জনাব মো. ফয়সাল আহমেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “মোবাইল অ্যাপস ও গেইমস এখন অর্থনৈতিকভাবে উদীয়মান খাত। স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারার  মানোন্নয়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি দিচ্ছে। চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে তরুণ প্রজন্মের জন্য সেই সুযোগকে অবারিত করে দিয়েছে। দেশের চলমান প্রযুক্তি বিপ্লবে তরুণরা মানবসম্পদে পরিণত হতে পারে। আগামিতে চুয়েট হতে যাচ্ছে দেশের তথ্যপ্রযুক্তির ইনোভেশন হাব।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়