করোনাভাইরাস রোধে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

করোনাভাইরাস রোধে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগে প্রথম পটুয়াখালী জেলায় সিএমএইচ বরিশাল এর পরিচালনায় ও ৭ আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৭ পদাতিক ডিভিশন মেডিকেল ক্যামোপইন এর সৌজন্যে গরিব অসহায় ও দুস্থ রোগীদের পাশে এগিয়ে এসেছে সেনাবাহিনী।

আর্থিক সংকটে যেসব রোগী চিকিৎসা করতে পারছে না তাদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাসহ ওষুধ দেয়া হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় হাজী হামেজ উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন করেন শেখ হাসিনা সেনানিবাস এর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শিবলী, সিএমএইচ বরিশাল এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন জায়েদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, ভাইসচেয়ারম্যার এ্যাড. মো. সোহেল, হাজী হামেজ উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ শাহআরম মৃধাসহ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় প্রায় দুই শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা এবং ওষুধ প্রদান করা হয়।

এ সময় শেখ হাসিনা সেনানিবাস এর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবন বাজি কাজ করে যাচ্ছে। ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদান, মানুষকে সচেতন করার বিষয় লিপলেট বিতরণসহ নানাবিধ কাজ করে যাচ্ছি। যারা আর্থিক সংকটের জন্য চিকিৎসা করতে পারছে না তাদের পাশে থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পৌছে দিচ্ছি এবং আমাদের এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট