সিরাজগঞ্জে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

সিরাজগঞ্জে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়
সিরাজগঞ্জে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। ৯ উপজেলার ৮৩ টি ইউনিয়নে সাধারণ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেন্দ্রগুলোতে ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। তবে সেখানে সকাল সাড়ে ৮ টা থেকেই ছিলো টিকা নিতে আসা মানুষের ভিড়।

পৌর এলাকার ২নং ওয়ার্ডের কেন্দ্রে দেখা যায়, অন্তত ৫শ মানুষ আজ টিকা নিতে এই কেন্দ্রে এসেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জন্ম-নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র যাদের নেই তারাও এ টিকা দিতে পারবেন। শুধুমাত্র মুঠোফোন নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এমন ব্যক্তিদের একটি কার্ড দেওয়া হবে। কার্ডই টিকার প্রমাণ হিসেবে যেকোন কাজে ব্যবহার করা যাবে।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, আজ সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় ৮০ হাজার প্রথম ডোজের করোনা টিকার টার্গেট নেওয়া হয়েছে। জেলার ৯টি উপজেলার ৬টি পৌরসভা ও ৮৩ ইউনিয়নে গণহারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। যারা এখনো প্রথম ডোজ গ্রহণ করেননি, তারা নিজ নিজ ইউনিয়ন ও পৌরসভায় নির্ধারিত টিকা কেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহণ সম্পন্ন করবেন। টিকা পেতে কোনো রকম নিবন্ধন লাগবে না। পর্যাপ্ত টিকার মজুত রয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। করোনার দ্বিতীয় ও তৃতীয় ডোজ চলমান থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা