দ্বিতীয় দিনের মতো আজও সূচকের বড় পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টার মধ্যেই ১৭৩ পয়েন্টের বেশি কমে গেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স।
রোববার ১২টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে সব ধরনের শেয়ারেরই বড় ধরনের দরপতন হয়েছে। ফলে এ সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৭টির, কমেছে ৩৬৮টির আর অপরিবর্তিত ছিল ৩টির দাম।
দেশের পুঁজিবাজারে গত কয়েক মাসে এ ধরনের পতন হয়নি। ফলে সূচকের এ পতন বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলেছে।