শেয়ারবাজারে বড় পতন, দর বাড়েনি কোন খাতেই

শেয়ারবাজারে বড় পতন, দর বাড়েনি কোন খাতেই
বড় পতন দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস পার করেছে দেশের শেয়ারবাজার। এদিন লেনদেনে অংশ নেয়া ৯৬ শতাংশ কোম্পানির শেয়ারদর পতনের কারণে কোন খাতেই দর বৃদ্ধি পায় নি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দেড় শতাধিক পয়েন্ট হারিয়েছে। একই সঙ্গে এদিন আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩৮ কোটি টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬৩ পয়েন্ট হারিয়েছে। সাম্প্রতিক সময়ে সূচকের এত বড় পতনের ঘটনা এটিই প্রথম। বর্তমানে প্রধান সূচক ৬ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের সঙ্গে রোববার ডিএসইর অপর দুই সূচকেরও পতন হয়েছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই৩০’ আজ ৪৭ পয়েন্ট কমেছে। এছাড়াও শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ কমেছে ৩০ পয়েন্ট।

সূচকের বড় পতনে আজ ভূমিকা ছিল ওয়ালটন, রবি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। এই তিন কোম্পানির শেয়ারদর পতনের কারণে সূচক হারিয়েছে ৩৪ দশমিক ৬৫ পয়েন্ট। এর মধ্যে শুধুমাত্র ওয়ালটনের কারণে হারিয়েছে ১৬ দশমিক ৫১ পয়েন্ট। এছাড়াও রবির কারণে ৯ দশমিক ৮৪ পয়েন্ট এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারণে ৮ দশমিক ৩০ পয়েন্ট।



লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা এবং ইউনাইটেড পাওয়ার গ্রিডের কারণে সূচক কমেছে আরও ১৫ দশমিক ৮৫ পয়েন্ট।

ডাচ-বাংলা ব্যাংক, বেক্সিমকো, আরএকে সিরামিক এবং আইএফআইসি ব্যাংকের কারণে সূচক হারায় আরও ১২ দশমিক ৩৬ পয়েন্ট।

এই দশ কোম্পানি মিলেই সূচক কমিয়েছে ৬২ দশমিক ৮৬ পয়েন্ট।

সূচকের এত বড় পতনের দিন আরও বড় পতন ঠেকিয়ে গ্রামীনফোন। কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচকে ৪ দশমিক ৩৮ পয়েন্ট যোগ হয়েছে।

এছাড়াও প্যাসিফিক ডেনিমস, সোনালী পেপার, ডরিন পাওয়ার, পূবালী ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইয়াকিন পলিমার, পেনিনসুলা চিটাগং এবং মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলের কারণে সূচক পেয়েছে আরও ১ দশমিক ১২ পয়েন্ট।

এই দশ কোম্পানির কারণে সূচকে যোগ হয় ৫ দশমিক ৫০ পয়েন্ট।

সূচকের বড় পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৯১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো। আজ কোম্পানিটির ৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও শিপিং করপোরেশনের ২৭ কোটি ৫২ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৫ কোটি ৬৭ লাখ, ফরচুন সুজের ২৫ কোটি ২৫ লাখ এবং ওরিয়ন ফার্মার ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ৩৬৫টি কোম্পানির শেয়ারদরই আজ কমেছে, বেড়েছে ১০টির। আর বাকি ৪টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

৯৬ শতাংশ কোম্পানির দরপতনের দিনে ডিএসইর টপটেন গেইনারের শীর্ষস্থান দখল করেছে প্যাসিফিক ডেনিমস। আজ কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।



গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। আর শেয়ারদর ১ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এডিএন টেলিকম তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ১২ শতাংশ, ডরিন পাওয়ারের ১ শতাংশ, সোনালী পেপারের ০ দশমিক ৭২ শতাংশ, পেনিনসুলার ০ দশমিক ৫১ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ০ দশমিক ৪৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ০ দশমিক ৩১ শতাংশ এবং ম্যারিকোর শেয়ারদর ০ দশমিক ০০৪ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারে ব্যপক পতনের দিন ডিএসইতে লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে অলটেক্স। কোম্পানিটির শেয়ারদর আজ আগের দিনের তুলনায় ১০ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৯ দশমিক ১৪ শতাংশ। আর তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৮ দশমিক ৯৯ শতাংশ কমায় কোম্পানিটি তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

এছাড়াও, মেঘনা কনডেন্সড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, আরামিট সিমেন্ট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং মুন্নু অ্যাগ্রো আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় স্থান পেয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত