দুবাই যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান

দুবাই যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাই সফরে যাচ্ছেন । দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাতের পাঁচদিনের সফরে  সফর সঙ্গী হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাই যাচ্ছেন। আগামীকাল সোমবার (৭ মার্চ) তারা আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাইয়ে প্রবাসি, বিভিন্ন ব্যবসায়ি ও সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন। এবং এসব বৈঠকে তিনি দেশের শেয়ার বাজারে প্রবাসি ও বিদেশীদের বিনিয়োগের আহবান জানাবেন।

বিএসইসি’র এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বিএসইসি চেয়ারম্যান ৫ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। এ সফরে তিনি পুঁজিবাজার উন্নয়নে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে চায় বাংলাদেশ। এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।

সফরে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের মোট আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তবে বাণিজ্য ঘাটতি এখনো দেড় বিলিয়ন ডলারের মতো। এর মূল কারণ আমরা তাদের কাছ থেকে শুধু জ্বালানি তেল আমদানি করি। রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর জন্য এই সফরে গুরুত্বারোপ করা হবে। সেজন্য বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি শিপিং সার্ভিস চালু নিয়ে আলোচনা করা হবে।

মোমেন বলেন, ফেব্রুয়ারিতে যখন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলাম, তখন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রীর সফরে তা আরও জোরালোভাবে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আমিরাতের সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে জয়েন্ট বিজনেস ফোরামের আয়োজন করা হবে। যা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই লাভজনক হবে বলে আমি মনে করি। এতে সৃষ্টি হতে পারে বিনিয়োগের নতুন ক্ষেত্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত