শেলটেক ব্রোকারেজ ও জেডএজি ট্রেডার্সের মধ্যে চুক্তি সই

শেলটেক ব্রোকারেজ ও জেডএজি ট্রেডার্সের মধ্যে চুক্তি সই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেলটেক ব্রোকারেজ লিমিটেড এবং জেডএজি ট্রেডার্স পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার পান্থপথের এনভয় টাওয়ারে সোমবার (মার্চ ০৭) এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে শেলটেক ব্রোকারেজের ফেসবুক পোস্টে জানানো হয়।


জানা যায়, চুক্তির শর্ত অনুসারে, শেলটেক ব্রোকারেজ লিমিটেডর গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে জেডএজি ট্রেডার্স, শেলটেক ব্রোকারেজ লিমিটেডকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে।


পোস্টে বলা হয়, জেডএজি ট্রেডার্স পিএলসি বর্তমানে এক মিলিয়নেরও বেশি ক্লায়েন্ট সহ সারা বিশ্বে পরিসেবা দিচ্ছে। চুক্তিকৃত ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সিস্টেমটি এর ব্যবহার সুবিধা এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য সর্বত্র সমাদৃত। অপরদিকে, শেলটেক ব্রোকারেজে লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসগুলির মধ্যে একটি। পুঁজিবাজারে স্বল্প সময়ে শেলটেক ব্রোকারেজে হাজার হাজার গ্রাহক ও নিয়ন্ত্রকদের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে।





চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈন উদ্দিন, সিইও মেসবাহ উদ্দিন খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেডএজি ট্রেডার্স এর পক্ষ থেকে লিডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ ওয়াহিদ, প্রধান বিপণন কর্মকর্তা আনিসুর রহমান খান এবং জেডএজি ট্রেডার্স পিএলসি এর অন্যান্য স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত