ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে এ টাকা বিনিয়োগ করা হবে। মঙ্গলবার (৮ মার্চ) বিএসইসির মুখপাত্র রেজাউল করিম অর্থসংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের শেয়ারবাজারে সংকট তৈরী হলে তা থেকে উত্তরণের জন্য ২০২১ সালে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করে গেজেট প্রকাশ করা হয়। গত কয়েকদিন দেশের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে, দর কমছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। একইসঙ্গে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে।
এমন অবস্থায় সাময়িক এ সংকট থেকে উত্তরণের জন্য স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ফান্ড বোর্ড।