এসময় ডিএসইতে লেনদেন হয় ৩১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এছাড়া মোট লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানির মধ্যে ৩২৮ টির দাম বাড়ে। একই সময়ে দাম কমে ২৩ টি কোম্পানির। অপরদিকে দাম অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির।
এর আগে মঙ্গলবার (৮ মার্চ) শেয়ারের দাম কমার লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নেয় বিএসইসি। সার্কিট ব্রেকার ২ শতাংশ নির্ধারণ করে দেয় সংস্থাটি। যা আজ থেকে কার্যকর হয়েছে।
এছাড়া পুঁজিবাজারে পতন ঠেকাতে স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে শত কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শে স্ট্যাবিলাইজেশন ফান্ড বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে এ টাকা বিনিয়োগ করা হবে।