মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অন্যান্য ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংকও অর্থায়ন করে। আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে টাকা নিই। সে টাকা কাজে লাগিয়ে দেশে যে আয় হয়, সে অনুযায়ী জাতীয় অর্থনৈতিক অবস্থার উন্নয়নের প্রেক্ষিতে ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণ বা লোন পরিশোধ করি।
তিনি বলেন, আমরা এ পর্যন্ত কখনো ঋণখেলাপি হইনি। এ কারণে বিশ্বব্যাংকসহ অন্যান্য অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ব্যপারে বেশি আগ্রহী। বিশ্বব্যাংকও আমাদের টাকা দিতে চায়।
তিনি আরও বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে যেসব যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন, ব্রিজ-কালভার্ট প্রয়োজন, সেগুলো বাস্তবায়নে অর্থায়ন করতে সম্মত বিশ্বব্যাংক। সাইক্লোনপ্রবণ কোস্টাল এলাকার দুর্গত মানুষদের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলোতে অর্থায়নেও রাজি সংস্থাটি।
মন্ত্রী বলেন, আমাদের বেশ কিছু প্রকল্প চলমান। নতুন আরও কিছু প্রকল্প নিতে হবে। বিশ্বব্যাংক আমাদের এখানে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি। এটা উন্নয়নমূলক বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে।