সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৮ টাকা ৫০ পয়সায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪২ শতাংশ কমেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ দশমিক ১৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫ দশমিক ৮১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৬১ শতাংশ, ইমাম বাটনের ৫ দশমিক ৩৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১১ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৫ দশমিক ০১ শতাংশ কমেছে।