দুই স্ট্রাইকারের গোলে জয় পেলো লিভারপুল

দুই স্ট্রাইকারের গোলে জয় পেলো লিভারপুল
তরুণ এক দল নিয়ে ছোট পাসের ফুটবলে মন কাড়া আর্সেনাল ছেড়ে কথা বলেনি। এমিরেটস স্টেডিয়ামে পরীক্ষা নিয়েছে অল রেডস খ্যাত লিভারপুলের। তবে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়ার মানসিকতা সম্পন্ন লিভারপুল দুই স্ট্রাইকারের গোলে তুলে নিয়েছে ২-০ গোলের জয়।

প্রিমিয়ার লিগের শিরোপা যুদ্ধ আরও সুদৃঢ় করেছেন মো সালাহরা। সেরা চারে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে থাকা মাইকেল আর্তেতার আর্সেনালকে হারিয়ে ম্যানসিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে জার্গেন ক্লপের দল।

বল দখলে ও আক্রমণে সমানে সমানে লড়ে যাওয়া আর্সেনাল প্রথমার্ধে আটকে রাখে লিভারপুলকে। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামেন দুই রেডস স্ট্রাইকার ডিয়াগো জোটা ও রর্বাতো ফিরমিনো। তারা যথাক্রমে ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে গোল করে দলকে সহজ জয় এনে দেন। প্রথম গোলে থিয়াগো আলকানতারা, দ্বিতীয় গোলে অ্যান্ডি রবার্টসন সহায়তা দেন।

দারুণ ওই জয়ে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান শক্ত করেছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ৭০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। গোল ব্যবধানে রেডসরা এগিয়ে থাকলেও খুব একটা পিছিয়ে নেই সিনিজেনরা। এছাড়া আর্সেনাল ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে চারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে