বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি লিগের কো-স্পন্সর মোনার্ক মার্ট

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি লিগের কো-স্পন্সর মোনার্ক মার্ট
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি লিগ-২০২২ এর কো-স্পন্সর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসানের মোনার্ক মার্ট।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এ খেলাটি দেশের সকল অঞ্চলের মানুষ খেলে থাকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাবাডি ফেডারেশন ৮টি দেশের জাতীয় দলের সমন্বয়ে কাবাডি লিগ আয়োজন করেছে।

দেশের ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসানের মোনার্ক মার্ট কাবাডিতে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন। মোনার্ক মার্ট দেশের ই-কমার্স ব্যবসাকে সাধারণ মানুষের দোড়গোড়ায় ফিরে যাওয়ার জন্য ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালিয়ে সকলের কাছে পৌছে গেছে।

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের যাত্রা করেছে এবছরের ২১ জানুয়ারি। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।

উল্লেখ্য, এবারের বিপিএল এ ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে ছিলো মোনার্ক মার্ট। এর আগে ক্রিকেট মাঠের বাহিরে সাকিব আল হাসান একাধিক ব্যবসায় অভিষেক হয়েছেন। তারই ধারাবাহিকতায় ই-কমার্স প্ল্যাটফর্ম মোনার্ক মার্ট চালু করেন।

এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজে আফগানিস্তানের স্পন্সর হিসেবে ছিলো বাংলাদেশের প্রাণ খ্যাত সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান ‘মোনার্ক মার্ট’।

ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে কাজ করছে ‘মোনার্ক মার্ট’। নতুন প্রজন্মের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা ঝামেলাহীনভাবে কেনাকাটা করতে পারছেন। দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে মোনার্ক মার্টের যাত্রা এক নতুন মাত্রা যুক্ত করেছে।

ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করবে এই ই-কমার্স প্রতিষ্ঠানটি।বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে মোনার্ক মার্ট সেবা দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে