তিনি বলেন, অন্যান্যদের মতো ডিবিএর পক্ষ থেকেও ট্রেক বিধিমালা প্রণয়ন কার্যক্রম স্থগিত করার জন্য গত ৩১ মার্চ কমিশনে আবেদন করা হয়। সর্বোপরি বিএসইসি ট্রেক বিধিমালা প্রণয়ন কার্যক্রম স্থগিত করেছে। এজন্য কমিশনকে আন্তরিক ধন্যবাদ।
শেয়ারবাজার এবং এরসঙ্গে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারদের সার্বিক উন্নয়নে কমিশন অতীতের ন্যায় ভবিষ্যতেও যেকোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিবে বলে আশা প্রকাশ করেন ডিবিএ সভাপতি।
তিনি বলেন, এই মুহুর্তে শেয়ারবাজারকে সচল করে তোলাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের মন্দা পরিস্থিতি কাটিয়ে তুলতে এরসঙ্গে জড়িত লক্ষ লক্ষ বিনিয়োগকারী, ব্রোকার্স ও স্টেকহোল্ডারদের উন্নয়নে আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। যেসব উদ্যোগ শেয়ারবাজারকে সচল ও সক্রিয় করবে। এছাড়া শেয়ারবাজার উন্নয়নে কমিশনও অগ্রণী ভূমিকা পালন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।