সেমিফাইনালে দেখা মিলবে ব্রাজিল-আর্জেন্টিনার

সেমিফাইনালে দেখা মিলবে ব্রাজিল-আর্জেন্টিনার
গ্রুপ পর্বের তিন ম্যাচে জিততে পারলেই টিকিট মিলবে দ্বিতীয় রাউন্ডের। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠাই তো আর্জেন্টিনার মূল লক্ষ্য নয়। দলটির লক্ষ্য একটাই। আর সেটি হচ্ছে বিশ্বকাপ জয়। আর বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরতে হলে যে কোন দলকে হারানোর সামর্থ্য থাকতে হবে। সেই সামর্থ্য মেসির দলের রয়েছে। আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষদের মধ্যে সবার উপরে থাকবে ব্রাজিলের নাম। পেলের দেশটির সাথে আর্জেন্টিনার দ্বৈরথ বহু আগে থেকেই ফুটবল-ঐতিহ্যের অংশ।

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। যেখানে দলটির প্রতিপক্ষ মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। অন্যদিকে ব্রাজিলের জায়গা হয়েছে ‘জি’ গ্রুপে। দলটির সঙ্গে গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের মতো পরাশক্তি দলগুলো।

বিশ্বকাপ ড্রয়ের পর ফুটবল ভক্তদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর সেটি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা কি আদৌ বিশ্বকাপের কোনো পর্যায়ে মুখোমুখি হবে? আর হলেও সেটা কখন? ড্রয়ের পর হিসাবনিকাশ করে দেখা যাচ্ছে, ফাইনালের মঞ্চে মুখোমুখি হওয়ার কোন সম্ভাবনা নেই মেসি-নেইমারের।

ফাইনালে না হলেও সেমির লড়াইয়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রযেছে লাতিন আমেরিকার দল দুটির। ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজ নিজ গ্রুপে সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে, এরপর দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালেও যদি দু’দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারে, তাহলেই সেমির লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

আর শেষ পর্যন্ত যদি বিশ্বকাপে দল দুটো মুখোমুখি হয়। তাহলে ফাইনালের আগে আরো এক ফাইনাল দেখবে ফুটবল প্রেমীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে