সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি মূলধন কমেছে ডিএসইতে

সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি মূলধন কমেছে ডিএসইতে
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে প্রধান শেয়ারবাজারে লেনদেন কমেছে ৩৫ দশমিক ১০ শতাংশ। সার্বিক বাজারে দরপতনের কারণে বাজার মূলধনও কমেছে সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৬৪৪ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার বা ৩৫ দশমিক ১০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ‘ডিএসই এক্স’ সপ্তাহের ব্যবধানে ১১৬ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ কমে ৬ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।

‘ডিএসই ৩০’ সূচকটি আগের সপ্তাহের চেয়ে ২২ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ২ হাজার ৪৫১ পয়েন্টে নেমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ১৪ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৩২৪টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা বা ১ দশমিক ২৭ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত