সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৬৪৪ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার বা ৩৫ দশমিক ১০ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ‘ডিএসই এক্স’ সপ্তাহের ব্যবধানে ১১৬ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ কমে ৬ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।
‘ডিএসই ৩০’ সূচকটি আগের সপ্তাহের চেয়ে ২২ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ২ হাজার ৪৫১ পয়েন্টে নেমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ১৪ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৩২৪টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা বা ১ দশমিক ২৭ শতাংশ বাজার মূলধন কমেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকায়।