দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি

দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি
আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসরের শুরুটা দারুণ করেছিল দিল্লি ক্যাপিট্যালস। কিন্তু পরের দুই ম্যাচে যেন নিজেদের মেলে ধরতে পারেনি দিল্লি। এবারের নবাগত দুই দল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারের স্বাদ পাায় মোস্তাফিজের দল।

আজ দ্বিতীয় জয়ের খোঁজে গত আসরের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।  আইপিএলের গত আসরে কলকাতার কাছে হেরেই টুর্ণামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি। তাই এবার দলটির সামনে এটি প্রতিশোধ নেওয়ার মিশনও বটে।

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচে নামা হয়নি মোস্তাফিজের। পরের দুই ম্যাচে দলে ফিরেই দিয়েছেন নিজের সেরাটা।গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে শিকার করেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে কোন উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।

এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও ফিজের সেরা সার্ভিসটাই চাইবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে কলকাতা। অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে ফিজের দিল্লি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়