আজ দ্বিতীয় জয়ের খোঁজে গত আসরের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আইপিএলের গত আসরে কলকাতার কাছে হেরেই টুর্ণামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি। তাই এবার দলটির সামনে এটি প্রতিশোধ নেওয়ার মিশনও বটে।
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচে নামা হয়নি মোস্তাফিজের। পরের দুই ম্যাচে দলে ফিরেই দিয়েছেন নিজের সেরাটা।গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে শিকার করেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে কোন উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।
এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও ফিজের সেরা সার্ভিসটাই চাইবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে কলকাতা। অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে ফিজের দিল্লি।