সুপারশপ: ঢাকায় ১ টাকায় চাল, ৬ টাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ঢাকায়

সুপারশপ: ঢাকায় ১ টাকায় চাল, ৬ টাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ঢাকায়
এক টাকায় চাল, দুই টাকায় ডাল আর ৬ টাকায় সয়াবিন তেল। নামমাত্র মূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য ঢাকায় পাওয়া যাচ্ছে। অবিশ্বাস্য হলেও এই দরে চাল, ডাল, সয়াবিন তেল বিক্রি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রাজধানী ঢাকায় ‘গরিবের সুপারশপ’ নামের ইভেন্ট থেকে শুধু গরিব ও নিম্ন আয়ের মানুষ পণ্য কিনতে পারবেন।

গরিবের সুপারশপ চালুর বিষয়টি নিজেদের ভেরিফায়ের ফেসবুক পেজে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সেখানে কিছু ছবি দিয়ে বলা হয়েছে, ‘চাল এক টাকা, ডাল দুই টাকা কিংবা তেল ছয় টাকা! গরীবের সুপার শপে সবই সম্ভব। ভিক্ষা নয়, প্রয়োজন অনুসারে যার যেমন ইচ্ছা বাছাই করে নিচ্ছেন ক্রেতারা। বিশাল লাইন পড়েছে প্রথম দিনের আয়োজনে।’

আরো লেখা হয়েছে, ‘রোজায় যখন সবাই বাজারে ঢুকতে ভয় পায়, রাতের অন্ধকারে কোন পণ্যের দাম আকাশ ছুঁয়েছে সে ভয়ে। তাঁরাই আসছেন পণ্য নিতে। বাজার করে বেজার নয়, হাসি মুখের রীতি ফেরাতে চায় বিদ্যানন্দ।’

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর কারওয়ান বাজারে এ কার্যক্রম চালানো হয়েছে। পর্যায়ক্রমে আরও অনেক স্থানে এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। পবিত্র রমজানজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিদ্যানন্দের একজন স্বেচ্ছাসেবী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়