রমিজের ৫৬১০ কোটি টাকার টুর্নামেন্টের সমর্থন বাড়ছে

রমিজের ৫৬১০ কোটি টাকার টুর্নামেন্টের সমর্থন বাড়ছে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে পাকিস্তানের চারদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব নিয়ে আইসিসি বোর্ড মিটিংয়ে যোগ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে পিসিবি চেয়ারম্যানের প্রস্তাব পাশ হয়ে যেতে পারে। আইসিসি বোর্ড মিটিংয়ে উত্থাপনের আগেই বেশ সমর্থন পেতে শুরু করেছেন রমিজের প্রস্তাব।

আইসিসি ইভেন্ট ছাড়া ভারতের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ মিলে না পাকিস্তানের। পিসিবি নানাভাবে চেষ্টা করেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে সক্ষম হয়নি। রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি হচ্ছে না ভারত।

এমন পরিস্থিতিতে চারদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা সত্যিই প্রশংসার দাবি রাখে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই এ প্রস্তাবটি রাখেন রমিজ।

বলা হচ্ছে, প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে এবং এ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। যা অংশগ্রহণকারী চারটি দেশে বন্টনের পাশাপাশি আয়ের বড় একটা অংশ আইসিসিকেও দেয়া হবে। আইসিসি চাইলে সেই অর্থ আবার সদস্য দেশগুলোতে কিংবা সহযোগি সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে ব্যায় করতে পারবে।

রমিজ রাজার পরিকল্পনা, এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী নির্দিষ্ট চারটি দেশ হলেও, এটির পরিচালনার ভার থাকবে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির হাতে এবং এ থেকে প্রাপ্ত আয় সব দেশের মাঝে বন্টন করা হবে।

দুবাইতে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব উত্থাপন করবেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তবে প্রস্তাব উত্থাপনের আগেই এটা কয়েকটি কারণে বেশ সমর্থন পেতে শুরু করেছে বলে জানায় ইএসপিএন ক্রিকইনফো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়