আইপিএলেও আম্পায়ারিং বিতর্ক!

আইপিএলেও আম্পায়ারিং বিতর্ক!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তো এখনো তরতাজা স্মৃতি। যা নিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছে সাকিব-মুমিনুলরা। টাইগারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে আইসিসি।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো ভারতে চলমান আইপিএলেও আম্পায়ারিং নিয়ে বিতর্ক হচ্ছে।

আম্পায়ারিং বিতর্ক নিয়ে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের হেডলাইন করেছে ‘প্যাডে লাগলে ক্যাচ দিচ্ছেন, ব্যাটে লাগলে এলবিডব্লিউ, আইপিএলে এ কেমন আম্পায়ারিং?

পরপর তিন বলে আউট হয়ে বেঁচে যান আজিঙ্কা রাহানে। দুইবার রিভিউ নিয়ে জীবন পান, একবার আম্পায়ারের বদান্যতায়।

ইনিংসের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বল আজিঙ্কা রাহানের প্যাডে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ে। দিল্লি ক্যাপিটালসের আবেদনে সাড়া দিয়ে রাহানেকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার জয়রমন। সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে।

ঠিক তার পরের বলটিই ব্যাটের কানায় লেগে রাহানের প্যাডে আঘাত হানে। আজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। এবারো রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে। ইনিংসের প্রথম ওভারের একেবারে প্রথম ২টি বলে পরপর আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। স্বাভাবিকভাবেই চাপ বাড়ে আম্পায়ারের ওপর।

সেই চাপের কারণেই একই ওভারে ফের ভুল করতে দেখা যায় আম্পায়ারকে। এক্ষেত্রে তৃতীয় বলে আউট হওয়া সত্ত্বেও রাহানেকে আউট দেননি আম্পায়ার জয়রমন। মোস্তাফিজের বল রাহানের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। তবে দিল্লির কোনো ক্রিকেটার আউটের আবেদন করেননি। ফলে সে যাত্রায় নিশ্চিত আউট হয়েও বেঁচে যান রাহানে।

এমনিতেই চলতি আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একই ওভারে আম্পায়ারের তিনটি ভুল সিদ্ধান্তের পর সেই বিতর্কের আগুনে ঘি পড়ল বলা যায়।

নতুন লাইফ পেয়েও সুবিধা করতে পারেননি কেকেআরের তারকা ব্যাটার রাহানে। ১৪ বল খেলে এক বাউন্ডারির সাহায্যে মাত্র ৮ রানে ফেরেন ভারতীয় এই তারকা ব্যাটার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়