আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৭০তম বৈঠকে সহযোগী প্রতিষ্ঠান খোলার এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও কাতারে আলোচিত কোম্পানি দুটি গঠন করা হবে। কোম্পানি দুটি আর্থিক সেবা (Money Service) ব্যবসা করবে।
উল্লেখ, আলোচিত দেশ দুটি বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশ দুটিতে বিপুল সংখ্যক বাংলাদেশী কাজ করেন। দেশে তারা নিয়মিত অর্থ পাঠিয়ে থাকেন। এই প্রবাসী আয় (Remittance) দেশে নিয়ে আসাসহ তাদেরকে নানা আর্থিক সেবা দেবে কোম্পানি দুটি।