দীর্ঘ মেয়াদে কাতার থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দীর্ঘ মেয়াদে কাতার থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কাতার থেকে দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেন, 'বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি কিনছে। আমরা এটি দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে চাই।'


সোমবার বাংলাদেশে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ ইচ্ছা প্রকাশ করেন।


বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।


জবাবে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে এলএনজি ক্রয়ের বিদ্যমান ১৫ বছরের চুক্তিটি দীর্ঘমেয়াদে বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দেন।


বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।


আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২২ আয়োজনের জন্য কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।


প্রধানমন্ত্রী কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।


কাতারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে ঐতিহাসিক হবে।


বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।


দ্বৈত কর পরিহার, ভিসা মওকুফ ও সাংস্কৃতিক বিষয়ে দু'দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।


সূত্র: ইউএনবি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু