বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা বিওপি এলাকায় ৫০টি পরিবার ও নারায়ণতলা বিওপি এলাকায় ৫০টিসহ ১১০টি পরিবারের মধ্যে এবং বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি এলাকায় ৪০টি পরিবারের মধ্যে, একই উপজেলার চিনাকান্দি বিওপি এলাকায় ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী আমরা সীমান্তবর্তী গ্রামের অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি।
তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে সুনামগঞ্জ-২৮ বিজিবির ১৮টি বিওপি দায়িত্বপূর্ণ এলাকার আরও ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিদ্যানন্দের দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে চাল ৬ কেজি, আটা ২ কেজি, ছোলা ১ কেজি, অ্যাংকর ডাল ১ কেজি, লবণ আধা কেজি এবং সয়াবিন তেল আধা লিটার।