মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের সঙ্গে মোবাইল ও মানিব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান গণমাধ্যমে জানান, আজ সকাল ৭টার দিকে পথচারীর ফোন পেয়ে ঘটনাস্থল গিয়ে আবদুল বারির মরদেহ উদ্ধার করা হয়। আবদুল বারির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।