এজিএমে ব্যাংকের শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
এজিএমে জানানো হয়, ২০২১ সালে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৭২ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৮২ শতাংশে বেশি। ২০২১ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ ছিল ৪১,৩৩৬ কোটি টাকা যেখানে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল ২,৫৫৬ কোটি টাকা।
এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী। এজিএমে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, সম্মানিত পরিচালকগণ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের এই সভায় অংশগ্রহণ করেন।
এজিএমে শেয়ারহোল্ডারগণ ২০২২ সালের জন্য ব্যাংকের নিরীক্ষক হিসাবে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এবং মেসার্স এস এফ আহমেদ এন্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স নিরীক্ষক হিসেবে পুনঃনিয়োগ অনুমোদন করেন।
এছাড়া, এজিএমে সাজির আহমেদকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ই এপ্রিল, ২০২২-এ এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৪০ বছর পূর্ণ করেছে।